পটুয়াখালী জেলার বাউফল উপজেলাধীন দাশপাড়া ইউনিয়ন পরিষদ অত্র জেলার বাউফল উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদ। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালন, খেলাধূলা সবকিছু মিলিয়ে অত্র ইউনিয়নটি বাউফল উপজেলায় কালের স্বাক্ষী হিসাবে মাথা উচুকরে দাড়িয়ে আছে। অত্র ইউনিয়নে সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তথা প্রাথমিকবিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কিন্ডার গার্টেন এবং মসজিদ, মন্দির, সরকারী খেলার মাঠ, সরকারী-বেসরকারী অফিস রয়েছে। সবকিছু মিলিয়ে অত্র ইউনিয়নটি একটি আদর্শইউনিয়ন হিসাবে পরিচিতি লাভ করেছে। মৌজা ৩ টিগ্রাম লোক সংখ্যা ১৯,০৫২ (শিক্ষারহার) ৭৫.৬৫% মাধ্যমিক বিদ্যালয়৫টি প্রাথমিক বিদ্যালয় ২৫টি শিশু কল্যান প্রাথমিকবিদ্যালয় ১০ টি কিন্ডার গার্ডেন বিদ্যালয় ৩ টি, মাদ্রাসা ৪টি, মসজিদ৪৮টি কবর স্থান১টি ক্লাব/সমিতি১টি, ডাকঘর ১টি, বিদ্যুতায়িত গ্রাম৫ টি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS